17 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » রাতে মাঠে নামছে সাকিবের কলকাতা

রাতে মাঠে নামছে সাকিবের কলকাতা

রাতে মাঠে নামছে সাকিবের কলকাতা

বিএনএ ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ আজ মাঠে নামছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

বাংলাদেশ সময় সোমবার (২০ সেপ্টেম্বর) রাত আটটায় আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-ওয়ান।

এবারের আসরে কলকাতার শুরুটা ভাল হয়নি। করোনার কারণে ভারতে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আগে সাত ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে তারা। পাঁচ হারে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে দলটি। বিপরীতে পাঁচ জয় ও দুই হারে টেবিলের দুইয়ে আছে ব্যাঙ্গালুরু।

তবে, স্থান পরিবর্তন হওয়ায় এবার ভাগ্য পরিবর্তনের আশাও করছেন সাকিব-নারাইনরা। আইপিএলের ১৪তম আসরে তিনটি ম্যাচে অংশ নেন সাকিব। ৩৮ রান সংগ্রহের পাশাপাশি দুটি উইকেটও তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ