21 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » তালেবানের ওপর বোমা হামলা, দায় স্বীকার করল আইএস

তালেবানের ওপর বোমা হামলা, দায় স্বীকার করল আইএস


বিএনএ বিশ্বডেস্ক:আফগানিস্তানের জালালাবাদে তালেবান সদস্যদের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রোববার((১৯ আগস্ট) আইএসের বার্তা সংস্থা আমাক এ কথা জানায়।শনিবার জালালাবাদে বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও ৩০ জন আহত হন।

আইএস এই হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের হামলায় ৩৫ জন তালেবান সদস্য হতাহত হয়েছেন।

তালেবানের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে রিপোর্ট জানানো হবে।

জালালাবাদে গতকালের হামলা সম্পর্কে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনটি হামলার মধ্যে একটি হামলা সরাসরি তালেবানের টহল গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে হামলা করা হয়। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের ওপর বড় ধরনের হামলা বলে উল্লেখ করা হয়।

গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হন। এর দায়ও স্বীকার করেছিল আইএস।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ