15 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » নুরুল ইসলাম মনি বিএনপি’র ভাইস চেয়ারম্যান মনোনীত

নুরুল ইসলাম মনি বিএনপি’র ভাইস চেয়ারম্যান মনোনীত

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি

ঢাকা : সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।

নুরুল ইসলাম মনি ১৯৮৮ ও ১৯৯১ সালে বরগুনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি বিএনপিতে যোগদান করে ২০০১ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং আইসিটিবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংকের পরিচালক, ১৯৮৯ সালে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিনকে এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার(২০ আগস্ট, ২০২৪ ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তারা দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে বিজ্ঞপ্তিতে আশা ব্যক্ত করা হয়েছে।

গত ১৫ জুন বিএনপির চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়েছে। শুরুতে ওই কমিটির সদস্য ছিলেন ১৮ জন। পরে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়। সবমিলিয়ে এই কমিটির সদস্য এখন ৩৬ জন।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ