বিএনএ, বিশ্বডেস্ক : আরিয়ানা সঈদ আফগানিস্তানে খোলামেলা পোশাক পরে ঘোরাফেরা করতেন। বিভিন্ন অনুষ্ঠানে উঁচু করে গান করতেন। জনপ্রিয় পপ তারকা হিসেবে পরিচিত ছিলেন। তালেবানের ভয়ে দেশ ছাড়লেন এ তারকা।
আফগান কাবুল দখল করার পর আমেরিকার বিমানে করে দেশ ছাড়লেন আরিয়ান সঈদ। বুধবার আমেরিকার উদ্ধারকারী বিমানে কাবুল ছাড়েন। কাবুল থেকে দোহা এবং সেখান থেকে তুরস্কের ইস্তানবুলে আপাতত রয়েছেন তিনি।
মার্কিন সৈনিকদের বহন করা সেই সি–১৭ বিমানে লুকিয়ে উঠে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আরিয়ানা। সঙ্গে লিখেছেন, ‘এক সাক্ষাৎকারে বলেছিলাম, “হয়তো আমিই হব মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাওয়া শেষ যোদ্ধা।” মজার ঘটনা হচ্ছে, আজ সেটাই ঘটল আমার জীবনে।’ বিমানের সিটে বসে ঘুমন্ত আরিয়ানা কত বিনিদ্র রাত কাটিয়েছেন, সেই অভিজ্ঞতাও অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন।
আরিয়ান সঈদ আফগানিস্তানের দু’টি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও কাজ করেছেন। একটি গানের অনুষ্ঠানে বিচারক হয়েছেন।
জন্ম আফগানিস্তানের কাবুলে হলেও জীবনের বেশিরভাগ সময় তিনি কখনও সুইজারল্যান্ডে কখনও লন্ডনে কাটিয়েছেন। সেই থেকেই অরিয়ান সঈদের পশ্চিমা ভাবধারায় বেড়ে ওঠা।
বিএনএনিউজ/এইচ.এম।