বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে কাজ করছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, বাসটিতে আগুন কেউ দিয়েছে নাকি বাসে নিজে থেকে আগুন ধরেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
বিএনএনিউজ/এইচ.এম।