29 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - জুলাই ২০, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় ৩৫ দিনের শিশুর অনাহারে মৃত্যু, নিহত আরও ১১৬

গাজায় ৩৫ দিনের শিশুর অনাহারে মৃত্যু, নিহত আরও ১১৬


বিএনএ, বিশ্বডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান অবরোধের প্রেক্ষাপটে অনাহারে প্রাণ হারিয়েছে মাত্র ৩৫ দিনের এক নবজাতক। শনিবার (১৯ জুলাই) গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালটির পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া বলেন, ‘অপুষ্টিজনিত কারণে মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে এই নবজাতকও রয়েছে। এদিন আমাদের হাসপাতালে অনাহারে অন্তত দুজন মারা গেছেন।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফাহ এলাকায়  হতাহতের বেশিরভাগ ঘটনা ঘটেছে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। হাসপাতালগুলোর জরুরি বিভাগে খাবারের আশায় অসংখ্য মানুষ ভিড় করছেন।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের মহাসচিব জগন চাপাগাইন বলেন, ‘গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ সম্ভাবনা দেখা দিয়েছে। কাউকে যেন জীবনের ঝুঁকি নিয়ে একমুঠো খাবারের জন্য ছুটতে না হয়।’

বিএনএ / ওজি

Loading


শিরোনাম বিএনএ