18 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » খোঁজ মেলেনি নদীতে নিখোঁজ কলেজছাত্রের

খোঁজ মেলেনি নদীতে নিখোঁজ কলেজছাত্রের

খোঁজ মেলেনি নদীতে নিখোঁজ কলেজছাত্রের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বল তুলতে গিয়ে মো. মিনহাজ (১৯) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও এখনও তার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিতরা।

এর আগে বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মিনহাজ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মো. মাহমুদুল হকের পুত্র। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতুর নিচে ফেরিঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এসময় সে স্রোতের তোড়ে তলিয়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো.সাইদুর রহমান জানান, বুধবার রাত ৯টা পর্যন্ত আগ্রাবাদ থেকে ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ