16 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা চট্টগ্রাম মহাসড়‌কে দীর্ঘ যানজট

ঢাকা চট্টগ্রাম মহাসড়‌কে দীর্ঘ যানজট

ঢাকা চট্টগ্রাম মহাসড়‌কে দীর্ঘ যানজট

বিএনএ ডেস্ক :  যানজটের কারণে ঢাকা থে‌কে রাত ১২টায় ‌ছে‌ড়ে আসা বাস বেলা ১১টায় চট্টগ্রা‌মের অলংকা‌রে পৌ‌ঁছে।দীর্ঘ ১১ ঘন্টা বাসে সময় কাটানোর মতো ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের । কু‌মিল্লার চৌদ্দগ্রা‌মে ঢাকাগা‌মি এক‌টি ক‌ন্টেইনারবাহী ল‌রি সড়‌কে উ‌ল্টে পড়‌লে যানজ‌টের সূত্রপাত হয়।‌বুধবার ভোর ৫টার দি‌কে ওই দুর্ঘটনা ঘ‌টে ব‌লে প্রত‌্যক্ষদর্শীরা জানান।
প্রত‌্যক্ষদর্শীরা জানান, যানজট  চরম আকার ধারণ করেছে ।  ৩০\৪০‌কি‌মি দীর্ঘ যান জট দেখা দেয়। ল‌রি চট্টগ্রাম টু ঢাকাগা‌মি , ক‌ন্টেইনার ঢাকা টু চট্টগ্রামমু‌খি সড়‌কে ছিট‌কে পড়‌লে উভয় সড়কে যান চলাচল বিঘ্ন হয়। বাসগুলো ৭ ঘন্টা বিল‌ম্বে চট্টগ্রামে পেীঁছে।
ঈদকে সামনে রেখে  ঘরমুখো লোকজনের চাপের কারণে বরাবরের মতো ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে যানজটতো থাকে। এ ছাড়া এ ধরনের অনাকাংখিত ঘটনায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। শত শত মালবাহী ট্রাক নির্দিষ্ট গন্তব্যে পেীছাতে  বিলম্বিত হয়।
মহাসড়কের প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিয়মিত টহল দেয়া হচ্ছে এবং মহাসড়কে স্থানীয় যানবাহন চলাচল না করাসহ যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার পরেও যানজট এড়ানো যাচ্ছেনা।
বিএনএ/ ওজি, জিএন 

Loading


শিরোনাম বিএনএ