21 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সৌদিতে হজযাত্রীর মৃত্যু বেড়ে ৬৪৫

সৌদিতে হজযাত্রীর মৃত্যু বেড়ে ৬৪৫

hajj

বিশ্ব ডেস্ক: এ বছর সৌদি আরবে হজযাত্রীর মৃত্যু বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। গত বছরের চেয়ে এ সংখ্যা প্রায় চারশোরও বেশি। সৌদির নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই কূটনীতিক জানান, কিছু হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। কিছু মারা গেছেন আবহাওয়া পরিস্থিতির কারণে।

এ বছর হজ পালনে গিয়ে মিশরের ৩২৩ জন ও জর্ডানের ৬০ জন নাগরিকের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগ তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন।

এবারের হজের সময় সৌদিতে বেশ গরম পড়েছে। গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে তীব্র তাপপ্রবাহের কারণে গরমে অসুস্থ হয়ে ২ হাজার জনের বেশি হজযাত্রী চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে।

গত বছর বিভিন্ন দেশের অন্তত ২৪০ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়। যাদের অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা


শিরোনাম বিএনএ