34 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী।  আহত হয়েছে আরও  ৯১ জন ।  সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ অভিযান চালায়।

ইসরায়েলি হামলায় নিহতরা হলেন, আহমেদ সাকার (১৫), খালেদ দারিস (২১), কাশেম সারিয়া (১৯), কাশেম ফয়সাল আবু সিরিয়া (২৯) এবং আহমেদ দারাগমে।

পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন, ইসরায়েল বাহিনী জোর করে ভিন্ন ভিন্ন সময়ে শরণার্থী শিবিরে হামলা চালায়।

এই শিবিরের কাছাকাছি গত বছর ইসরায়েলের একজন স্নাইপার আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেকে ২০২২ সাল গুলি করে হত্যা করে।

এদিকে ইসরায়েলের সীমান্তরক্ষী বাহিনীর সাতজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী। ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইসরায়েলের এই অভিযানের পর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, সেখানকার পরিস্থিতি খারাপ হচ্ছে। এতে তিনি উদ্বিগ্ন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে।

বিএনএ/ ওজি/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ