32 C
আবহাওয়া
২:২৪ অপরাহ্ণ - অক্টোবর ২, ২০২৩
Bnanews24.com
Home » চসিক মেয়রের বাড়িতেও পানি থৈ থৈ করছে

চসিক মেয়রের বাড়িতেও পানি থৈ থৈ করছে


চট্টগ্রাম:  চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র এম রেজাউল করিমের বাসভবনেও নগরীর জলাবদ্ধতার পানি ঢুকে পড়েছে।রোববার রাত থেকে নিচতলার মেয়রের শয়নকক্ষে পানি থৈ থৈ করছে। মেয়র জানালেন, বাধ্য হয়ে বাড়ির দোতলায় রাত্রিযাপন করতে হয়েছে।

 

সোমবার (২০ জুন) সকালে দেখা যায়, শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দার বাড়ির সামনে থেকে মেয়রের বাড়ির উঠান পর্যন্ত হাঁটুপানি, আবার কোথাও কোথাও কোমরসম পানি। সেই পানি ঢুকে গেছে বাড়ির নিচতলার রুমেও।

বাড়ির আঙ্গিনায় দেখা গেছে, মেয়রের গাড়ি অর্ধেক ডুবে গেছে পানিতে। নগরীর বহদ্দারহাটের বহদ্দারবাড়ি এলাকার প্রবেশমুখেই মেয়রের দোতলা বাড়ি।

সোমবার(২০জুন) দুপুরে পানি ডিঙিয়ে বাড়ি থেকে বের হন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সে সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বাসার নিচতলায় পানি ঢুকেছে। আমার শয়নকক্ষেও পানি প্রবেশ করেছে। যে কারণে উপরের তলায় দুটি ঘর আছে। সেখানে থাকতে হচ্ছে আমাদের।’

উল্লেখ, বহদ্দারহাটের বহদ্দারবাড়ি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈত্রিক বাড়ি।

বিএনএনিউজ২৪, এসজিএন

Total Viewed and Shared : 166 


শিরোনাম বিএনএ