26.7 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - মে ২১, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়াকে মুর্খ বলার প্রতিবাদ করে চাঁদাবাজি মামলায় জেলহাজতে যুবদল নেতা

খালেদা জিয়াকে মুর্খ বলার প্রতিবাদ করে চাঁদাবাজি মামলায় জেলহাজতে যুবদল নেতা


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে গল্পের ছলে খালেদা জিয়া মুর্খ, তারেক জিয়া মুর্খ তাদের দলের নেতাকর্মীরাও মুর্খ। বিএনপি আপাদমস্তক একটি মুর্খের দল এমন মন্তব্য করেন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিঃ এর এক কর্মকর্তা। এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে সংঘাতে জড়ান উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ ও তার লোকজন।

সংঘাতের ঘটনায় প্রতিষ্ঠানের ৩ উদ্ধত কর্মকর্তা আহত হন। ঘটনার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষের সহায়তায় শওকত আকবর সোহাগ কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিঃ কোম্পানিতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, যুবদল নেতা শওকত আকবর সোহাগ ও তার সহযোগীরা ব্যবসায়িক মার্কেটিং এরজন্য অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যাংগো কারখানা হিসেবে পরিচিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিস লিঃ সোমবার বিকাল ৪ টায় প্রবেশ করেন। ব্যবসায়িক বিষয় নিয়ে কারখানার জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান, প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুস সামাদ, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাইফু ইসলাম, আব্দুল্লাহ আল মামুনের সাথে একটি গোলটেবিল বৈঠক করছিলেন। বৈঠকে ব্যবসায়িক আলাপচারিতার ফাঁকে রাজনৈতিক আলাপচারিতা চলছিল। রাজনৈতিক আলাপচারিতা করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুর্খ, তারেক জিয়া মুর্খ ও তাদের দল বিএনপির নেতাকর্মী সবাই মুর্খ। বিএনপি একটি মুর্খের দল এমন বেফাঁস মন্তব্য করে বসেন কারখানার জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান। এমন মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন শওকত আকবর সোহাগ।

এসময় সোহাগের সঙ্গে থাকা তার অনুসারীদের মধ্যে কারখানায় অবস্থানরত ৮ থেকে ১০ জনের সাথে হাতাহাতির মতো সংঘাতের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা কারখানা ত্যাগ করেন। কিন্তু রাত ১০টার দিকে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম অর্থনৈতিক অঞ্চল এলাকায় শওকত আকবর সোহাগের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত জানতে চান। কথার এক পর্যায়ে বলেন চলুন আমরা কারখানা থেকে ঘুরে আসি। কারখানায় শওকত আকবর সোহাগ কে নিয়ে যাওয়ার পর একে একে পুলিশের উদ্ধতন কর্মকর্তা সীতাকুণ্ড সার্কেল এএসপি লাবিব আব্দুল্লাহ ও এডিশনাল এসপি সহ পুলিশের প্রায় ২০ টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। এক পর্যায়ে শওকত আকবর সোহাগ কে জোরারগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রাতেই কারখানার পরিচালক হাসিবুল হাসান বাদি হয়ে একটি হামলা ও ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।

জানতে চাইলে কারখানা পরিচালক কামরুল হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। জেনারেল ম্যানেজারের কাছে চাঁদাবাজি ও হামলার ঘটনা শুনে আইনি পদক্ষেপ নিতে রাতেই কারখানায় আসেন। এবং থানায় মামলা করেন।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী সহ একাধিক সূত্র দাবি করেন, কারখানাটির সাথে শওকত আকবর সোহাগের ব্যবসায়ীক যোগাযোগ ছিল। ব্যবসায়িক কারনেই মার্কেটিং করতে কারখানায় গিয়েছিল জানতে পেরেছি। কিন্তু বেগম খালেদাজিয়া, তারেক রহমান ও বিএনপি কে নিয়ে বিরুপ মন্তব্য করায় সোহাগের সঙ্গে থাকা তার অনুসারীদের মধ্যে কারখানার লোকজনের সাথে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু গ্রুপিং রাজনীতির কারনে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে শওকতকে ফাঁসানো হয়েছে‌ বলে জানতে পেরেছি।

মিরসরাই শিল্প জোন অথোরিটি বেজার এক উদ্ধত কর্মকর্তা তার নাম প্রকাশ না করার শর্তে জানান, চাঁদাবাজির বিষয়টি সত্য নয়। আমরা জেনেছি বিষয়টি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও বিএনপি কে নিয়ে বিরুপ মন্তব্যকে কেন্দ্র করে। কিন্তু আমরা আনুষ্ঠানিক ভাবে এটা বলতে পারবোনা।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোঃ জসিম ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন চৌধুরী জানান, বিষয়টি এখন আর উত্তর জেলা পর্যায়ে নেই। এটা কেন্দ্রীয় পর্যায়ে চলে গেছে। কেন্দ্র বিষয়টি তদন্ত করে সঠিক উদঘাটন করবে আশা করছি। আমরা প্রথমে শুনেছি চাঁদাবাজি পরে ভালোভাবে খোঁজখবর নিয়ে জানতে পারি এটি রাজনৈতিক বিষয়।

বিষয়টি জানতে জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের ব্যবহৃত সরকারি নাম্বারে বারবার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।

বিএনএনিউজ/ আশরাফ/এএন

 

Loading


শিরোনাম বিএনএ
স্টারলিংক সংযোগ যেভাবে মিলবে রাত ১টার মধ্যে রাজধানীসহ ১৯ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ বুধবার শুরু হচ্ছে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনের নামে নতুন গেজেট গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল খালেদা জিয়াকে মুর্খ বলার প্রতিবাদ করে চাঁদাবাজি মামলায় জেলহাজতে যুবদল নেতা রাজশাহীর দুই পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার গত ১৫ বছর দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা অবশেষে চবি’র মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট