27 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » অবশেষে চবি’র মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট

অবশেষে চবি’র মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট

অবশেষে চবি’র মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট

বিএনএ,চট্টগ্রাম: দীর্ঘ আন্দোলনের পর নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট। ২২ মে থেকে মূল ক্যাম্পাসে ক্লাস শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে নগরীর বাদশা মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে আসবাবপত্র মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ শুরু হয়েছে।

বিষয়টিনিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান।
তিনি বলেন, ‘সিন্ডিকেট মিটিংয়ে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সমাবর্তনের প্রস্তুতির জন্য ক্যাম্পাসে শিফট করা সম্ভব হয়নি। আজ (মঙ্গলবার) থেকে মূল ক্যাম্পাসে চারুকলা ইন্সটিটিউটের সরঞ্জামগুলো নিয়ে আসা হচ্ছে।’

এ বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীরা চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবিটি সিন্ডিকেট মিটিংয়ে বাস্তবায়িত হয়ছে। আজ (মঙ্গলবার) চূড়ান্তভাবে চারুকলা মূল ক্যাম্পাসে ফিরছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। পরদিন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া সড়কে ‘চট্টগ্রাম চারুকলা কলেজকে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সঙ্গে সংযুক্ত করে ২০১০ সালে চারুকলা ইনস্টিটিউট করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরীতে ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ২০২২ সাল থেকে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফিরে যাবার জন্য আন্দোলন শুরু করেন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ