29 C
আবহাওয়া
৩:৫৪ অপরাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকায় চলবে ব্যাটারি রিকশা

ঢাকায় চলবে ব্যাটারি রিকশা


বিএনএ, ঢাকা : নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মে) মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় তিনি এ সংক্রান্ত নির্দেশনা দেন। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুর্মূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা চিন্তা করে ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ১৫ মে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভা হয়। সেখানে ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন তিনি বলেন, ‘ব্যাটারিচালিত গাড়ি যেন ঢাকা সিটিতে না চলতে পারে। ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। শুধু নিষেধাজ্ঞা নয়, এসব গাড়ি যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে।’

এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে কড়াকড়ি ব্যবস্থা নেয়। যার বিরুদ্ধে দু’দিন ধরে আন্দোলন করেন অটোরিকশা চালকরা।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ