25 C
আবহাওয়া
২:২৯ অপরাহ্ণ - মে ১২, ২০২৫
Bnanews24.com
Home » ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের


বিএনএ, ঢাকা : পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। রোববার (২০ এপ্রিল) বেলা একটার দিকে পলিটেকনিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা আগারগাঁওয়ে জেলাভিত্তিক মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন।

ছয় দফা দাবি পূরণ ও কুমিল্লায় পলিটেকনিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকার শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশের ডাক দেন শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন।

বেলা ১১টার পরে  তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ যে ছয় দফা দাবিতে আন্দোলন করছে তার মধ্যে রয়েছে– ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, অবৈধ নিয়োগ বাতিল, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

মূলত গত বুধবার থেকে ছয় দফা দাবি আদায়ে রাস্তায় নেমে আসে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সেদিন তারা সকাল সন্ধ্যা ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রাখে।

পরদিন বৃহস্পতিবার তারা রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও সচিবালয়ে বৈঠকের জন্য ডাকা হলে শিক্ষার্থীরা ওই কর্মসূচি শিথিল করেন।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকের পর সেখানকার আলোচনা নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ জানান।

এরপর শুক্রবার বিকেলে তারা কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন। পরদিন শনিবার ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

ওই কর্মসূচি থেকেই রোববারের মহাসমাবেশের ডাক দেয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ