বিএনএ, ঢাকা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহের ভালুকা বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের মো. জসিম মিয়ার ছেলে।
বনানী থানার (ইন্সপেক্টর অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সিঙ্গারা খাওয়ার সময় কথাকাটাকাটি হয়, যা থেকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে পারভেজ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। ’
তিনি জানান, বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সিঙ্গারা খাওয়ার সময় একপর্যায়ে তর্কাতর্কি হলে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে আরও কিছু ঘটনা আছে বলে ধারণা করা হচ্ছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
জাহিদুলের বন্ধু মাজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসের সামনে জাহিদুল তাঁর দুই বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিলেন। সেখানে আরও দুই নারী শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ওই দুই নারী শিক্ষার্থীর মনে হয় জাহিদুল ও তাঁর বন্ধুরা তাঁদের নিয়ে হাসাহাসি করছেন। তাঁরা এ বিষয়ে জানতে চাইলে জাহিদুলেরা অস্বীকার করেন। পরে ওই দুই নারী শিক্ষার্থী গিয়ে বহিরাগত তিনজনকে ডেকে আনেন। ওই তিনজন এসে জাহিদুলদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে আসে। তাঁরা বিষয়টি মিটমাট করে দেন। একপর্যায়ে বহিরাগত ওই তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে ফটকের বাইরে অবস্থায় নেন। জাহিদুল বিশ্ববিদ্যালয় ফটক থেকে বের হতেই তারাঁ তাঁকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী