বিএনএ, বিশ্বডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ পাকিস্তানি ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
জানা গেছে, ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকরা। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নয় পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন।
এর আগে, গত মার্চে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২২ ওমরাহ যাত্রী। এদের মধ্যে আটজনই ছিলেন বাংলাদেশি।
গত ২৭ মার্চ ওমরাহযাত্রীদের বহনকারী বাসটি ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে তাতে আগুন ধরে এ প্রাণহানির ঘটনা ঘটে।
বিএনএ/এমএফ