24 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে শিক্ষানবীশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে শিক্ষানবীশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে শিক্ষানবীশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে মো. মামুন (২৩) নামে এক শিক্ষানবীশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) রাতে চকবাজার থানার ডিসি রোডের মিয়ার বাপের মসজিদ এলাকায় একটি ভবনে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

মামুন কক্সবাজারে চকরিয়া থানার ওসমান চৌধুরী পাড়ার জামাল উদ্দীনের ছেলে। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।

সহপাঠী নাছির আলী জানান, রাত ১টার দিকে মামুনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে মরদেহ। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, মামুনের বিয়ে হয়েছে পারিবারিকভাবে। বিয়ের পরে তিনি ও তার স্ত্রী ডিসি রোডে বাসার চিলেকোঠায় বসবাস করছিলেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আরফাত বলেন, মরদেহ মর্গে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ