28 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জাবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জাবিতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০ মাইল এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ওই মরদেহ দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। পরে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের পাম্পচালক রাজিব আহমেদ বলেন, ‘নার্সারির জঙ্গল ঘেঁষা লেকে মাছ চাষ করি। প্রতিদিনের মতো আজ লেক পাড়ে এসে দেখি এক লোক জঙ্গলে শুয়ে আছে। দূর থেকে দেখে মনে হয়েছিল লোকটি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় এখানে পড়ে আছে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখি লোকটির গায়ে এবং গলায় আঘাতের চিহ্ন এবং লোকটি মৃত।’

তিনি আরও বলেন, ‘মরদেহের পাশে দেড়শর মতো টাকা এবং একজোড়া স্যান্ডেল ছড়িয়ে আছে। এরপর লোকজন ডাকাডাকি করি।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘ধারণা করা হচ্ছে, বাইরে থেকে এনে মরদেহটি এখানে ফেলা রাখা হয়েছে। উনি এই এলাকার কেউ না। তবে ক্যাম্পাস এরিয়ার ভেতর এরকম অজ্ঞাত মরদেহ পাওয়া খুব ভালো সংকেত দেয় না।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ‘অজ্ঞাত মরদেহ পাওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি দেখছেন।’

তবে ঘটনাস্থলে আসা পুলিশ উপ-পরিদর্শক নূর আলম জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া তিনি মরদেহের বিষয়ে কোনো কথা বলবেন না।

এদিকে, বিশ্ববিদ্যালয় সীমানার ভেতর মরদেহ উদ্ধারের বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘মরদেহ পাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খরব দিয়েছি। তারা ঘটনাস্থলে এসেছেন। এখন ক্যাম্পাস ছুটি থাকলেও নিরাপত্তাব্যবস্থা জোরদার আছে। সিকিউরিটি অফিসারসহ গার্ডরা সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি দেখছেন।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি স্থাপন করা হয়েছে। আমাদের ধারণা যে জায়গা দিয়ে মরদেহটি ক্যাম্পাসে ঢোকানো হয়েছে সেটি হয়তো হাইওয়ে সংলগ্ন এরিয়া। হাইওয়ে থানা পুলিশকে ওই এলাকাটি অধিক মনিটরিংয়ের জন্য বলবো।’

বিএনএনিউজ/সানভীর,বিএম

Loading


শিরোনাম বিএনএ