বিএনএ : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ সরকার কর্তৃক পারদ সংক্রান্ত মিনামাটা কনভেনশনের অনুসমর্থনপত্রটি জাতিসংঘের কাছে হস্তান্তর করেছেন।
বুধবার (১৯ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করার মধ্য দিয়ে উপরোক্ত কনভেনশনের পক্ষ হয়েছে।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের পক্ষে চুক্তি সংক্রান্ত প্রধান এই পত্রটি গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনার পর সম্প্রতি বাংলাদেশ সরকার এই কনভেনশনটি অনুসমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।
মিনামাটা কনভেনশনের লক্ষ্য হচ্ছে পারদজাত যৌগের প্রভাব থেকে মানব স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষা দেয়া।
পারদ দূষণ কমানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে, এ কনভেনশন পরিবেশ এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে পারদ জনস্বাস্থ্য উদ্বেগের কারণ এমন রাসায়নিকের শীর্ষ ১০টির মধ্যে রয়েছে।
কনভেনশনে একটি পক্ষ হিসেবে যোগদানের মাধ্যমে, বাংলাদেশ আমাদের গ্রহ এবং গ্রহে বসবাসকারীদের বাঁচাতে পারদ দূষণ কমানোর বৈশ্বিক প্রচেষ্টার প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
উল্লেখ্য, জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনে ২০১৩ সালের ১০ অক্টোবর কনভেনশনটি গৃহীত এবং স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়েছিল।
এখন পর্যন্ত, ১৪০টি দেশ চুক্তিটি অনুমোদন করে কনভেনশনের পক্ষ হয়েছে এবং বাংলাদেশ কনভেনশনের ১৪১তম পক্ষ হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।