27 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ১টি টিপ ছুরি ও ১টি লোহার ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহ আলম প্রকাশ আলম (৪২), মো. সোহেল প্রকাশ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৩), আল আমিন প্রকাশ আমিন প্রকাশ সুমন (২৪), মো. শহিদুল আলম সানি প্রকাশ সানি (৩১), মো. শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন প্রকাশ হানিফ (২১)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির জানান, একটি বিশেষ টিম ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ এপ্রিল রাতে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ১টি টিপ ছুরি ও ১টি লোহার ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে তিনি জানান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ