26 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - মার্চ ২০, ২০২৫
Bnanews24.com
Home » আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল

আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল

আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল

বিএনএ,ঢাকা: ‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

দলটির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। দলের মুখপাত্র হবেন জাতিসংঘে কাজ করে আসা সাবেক সেনা কর্মকর্তা এবং ভূরাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক লেখক ডেল এইচ খান। নতুন দলটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। মধ্যমপন্থা হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে নতুন এই রাজনৈতিক দল।

এর আগে, বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে নতুন এ দলটির মুখপাত্র ডেল এইচ খান জানান, ‘ড. ইউনূসের দেখানো পথে হাঁটবে আমাদের নতুন এ দল। তাকে আমরা আইডল মনে করছি। ছাত্ররা মাত্র ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে বিগত ৫৩ বছরের পুরাতন রাজনীতিকে খারিজ করে দিয়েছে। ছাত্রদের অভিজ্ঞতা কম, তবে আমাদের এ দল যাদের নিয়ে গঠন করা হবে তাদের অভিজ্ঞতা আছে। ‘অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্বে’ এ দলটি গঠন করা হবে। আমরা মধ্যমপন্থি দল হিসেবে আত্মপ্রকাশ করছি। দলটি গঠন করা হবে, সামরিক (অব.), বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে ।

সূত্র জানায়, কয়েক মাস ধরে এই রাজনৈতিক দলের গঠনপ্রক্রিয়া এগিয়ে নিতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে বেশ কয়েকটি বৈঠক ও আলোচনা সভা করেছেন প্রস্তাবিত এই দলের চেয়ারম্যান মো. শামীম কামালসহ অন্যরা।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ