29 C
আবহাওয়া
৫:২৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে সিন্ডিকেট ও দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাব-৭

চমেক হাসপাতালে সিন্ডিকেট ও দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাব-৭


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযানে সিন্ডিকেট ও দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

চটগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত প্রতিটি বিভাগে দালালের দৌরাত্ন্য অনেক দিন আগে থেকে চলে আসছে। এই দালাল চক্রের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হয় প্রতিদিন।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানির অভিযোগ করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে- ন্যায্যমূল্যের দোকান থেকে ওষুধ কিনে দেওয়ার নামে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য করা, প্রেসক্রিপশন কেড়ে নিয়ে নির্ধারিত দামের চার/পাঁচ গুণ বেশি দামে ওষুধ কিনতে এবং পছন্দের ল্যাবে পাঠিয়ে বাড়তি খরচে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল টেস্ট করতে বাধ্য করা।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ওঁৎ পেতে থাকা দালাল ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বিএনএনিউজ/রেহানা/হাসনা

Loading


শিরোনাম বিএনএ