21 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দুর্ঘটনা

বিএনএ, বান্দরবান : বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা সবাই নারী বলে জানা গেছে। সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার রুমা-কেউকারাডং সড়কের বগালেক ড়ালু এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই রুমা রেমাক্রি প্রাংসা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ভিজিডির (চাল) সহায়তা নিতে রুমা বাজারে আসার পথে পেছন থেকে অন্য একটি টেক্সি (মিনিট্রাক) ব্রেক ফেইল হয়ে সামনের টেক্সিটিকে ধাক্কা দিলে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ নারী নিহত হন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদের রুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আহতরা সবাই রেমাক্রি প্রাংসা ইউপির বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আহত আরও কয়েকজন রুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির অনুরোধ রাষ্ট্রদূতের এক্সরের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু-হাতুড়ি, পুলিশ ছেড়ে দিল বিএনপির নিকট গণতন্ত্র, বাক, ব্যক্তির স্বাধীনতা নিরাপদ-তারেক রহমান যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোকে প্রতি জানুয়ারিতে অর্ডারের মূল্যবৃদ্ধির আহ্বান ড. ইউনূসের মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না---ধর্ম উপদেষ্টা গণমাধ্যম অফিসে ভাঙচুর সহ্য করা হবে না: নাহিদ ইসলাম জালের পরিবর্তে সমুদ্রে ট্রলারে মাছ ধরা বাড়াতে হবে-ফরিদা আখতার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু চিন্ময় ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চেরাগীতে বিক্ষোভ কর্ণফুলী ফুড জোন'কে অর্থদণ্ড