28 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৩
Bnanews24.com
Home » বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দুর্ঘটনা

বিএনএ, বান্দরবান : বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা সবাই নারী বলে জানা গেছে। সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার রুমা-কেউকারাডং সড়কের বগালেক ড়ালু এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই রুমা রেমাক্রি প্রাংসা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ভিজিডির (চাল) সহায়তা নিতে রুমা বাজারে আসার পথে পেছন থেকে অন্য একটি টেক্সি (মিনিট্রাক) ব্রেক ফেইল হয়ে সামনের টেক্সিটিকে ধাক্কা দিলে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ নারী নিহত হন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদের রুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আহতরা সবাই রেমাক্রি প্রাংসা ইউপির বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আহত আরও কয়েকজন রুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএনিউজ/ বিএম

Total Viewed and Shared : 184 


শিরোনাম বিএনএ