বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিচ সকার কোপা আমেরিকা ২০২৩ এর ফাইনালে ১৩-৫গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এই নিয়ে ব্রাজিল তিনবার বিচ সকার কোপা আমেরিকার শিরোপা জিতল। ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল প্যারাগুয়ে।
রবিবার (১৯ মার্চ২০২৩) রোসারিওতে ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে পরাজিত করে ব্রাজিল দল।
এবার বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এ একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। গ্রুপ পর্বেও আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিলের কাছে হেরেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল ফিফা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর অপর সেমিতে প্যারাগুয়েকে ৭-৪ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় ব্রাজিল দল। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার জোরালো কোন প্রতিরোধ বা আক্রমণ দেখা যায় নি । খেলায় ১৩-৫ গোলে শিরোপা জিতে ব্রাজিল।
বিচ সকার কোপা আমেরিকার ২০২৩ এর আগের তিন আসরের মধ্যে দুই আসরই শিরোপা অর্জন করেছিল ব্রাজিল। এবার স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতল তারা।
তাছাড়া কলম্বিয়া প্যারাগুয়েকে পরাজিত করে বিচ সকার কোপা আমেরিকার ২০২৩ এর তৃতীয় স্থান,চিলিকে পরাজিত করে উরুগুয়ে আসরের পঞ্চম স্থান লাভ করেছে।
বিচ সকার কোপা আমেরিকার ২০২৩ এর চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় স্থান লাভ করা কলম্বিয়া 2023 FIFA Beach Soccer World Cup এ খেলার সুযোগ পাবে।
বিএনএনিউজ২৪,জিএন