25 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » জিল্লুর রহমান স্মরণে আলোচনা সভা

জিল্লুর রহমান স্মরণে আলোচনা সভা


বিএনএ ডেস্ক:সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘জিল্লুর রহমান বহুদর্শী ছিলেন। গ্রেনেড হামলায় তার স্ত্রী আইভি রহমানের মৃত্যুর পরেও প্রধানমন্ত্রীর দেওয়া দ্বায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করেন। সবাইকে একসঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি যেকোনো কঠিন মুহুর্তে দায়িত্ব পালনে ছিলেন দৃঢ় প্রত্যয়ী।’

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।’

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস‌্য মাহবুব উল আলম হানিফ, একে এম এনামুল হক শামীমসহ আরও অনেকে।

Loading


শিরোনাম বিএনএ