25 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বিমানের সিঁড়িতে তিনবার হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট

বিমানের সিঁড়িতে তিনবার হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে সিঁড়িতে তিনবার হোঁচট খেলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৯ মার্চ) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওয়ানা হচ্ছিলেন বাইডেন। আর তখন বিমানের সিঁড়িতে এই ঘটনা ঘটে।

হোয়াইট হাউস কর্মকর্তারা এর কারণ হিসেবে বলছেন, প্রবল বাতাসকে কারণে এমনটি হয়েছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এয়ার ফোর্স ওয়ান বিমান ব্যবহার করেন জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে আটলান্টায় যাচ্ছিলেন তিনি। সে যাত্রায় সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময়ই এ ঘটনা।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। দেখা যাচ্ছে, লাল কার্পেটে মোড়া প্লেনের সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিলেন বাইডেন। কিন্তু অর্ধেক পথে গিয়েই প্রথম হোঁচট খান। এরপর কোনোমতে নিজেকে সামলে নিয়ে আরও দুই পা এগোন। এরপর দ্বিতীয় হোঁচট। আবার উঠে দাঁড়াতে গিয়ে রীতিমতো হাঁটুতে ভর করে পড়ে যান। পরে রেলিং ধরে সাবধানে সিঁড়ির বাকি অংশ পাড়ি দেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ