বিএনএ, ঢাকা: রাজধানীর গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শামা রহমান সিহনা আশঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা পর তার বিষয়ে বিস্তারিত জানানো হবে।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলে জানান বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ফোনে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।
তিনি বলেন, গুলশানে আগুনের ঘটনায় তিনজন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে শামা রহমানের অবস্থা আশংকাজনক। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। ৪৮ ঘণ্টা পর তার বিষয়ে বিস্তারিত বলা যাবে। তবে তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। এ ছাড়া বাকি দুইজনের শারীরিক অবস্থা ভালো।
এ দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসায় ১৮ সদস্যর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সামন্ত লাল নিজেই এ মেডিকেল বোর্ডের প্রধান।
বিএনএ/ আজিজুল, ওজি