28 C
আবহাওয়া
৬:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » মানবতাবিরোধী অপরাধ: ত্রিশালের পাঁচজনের বিরুদ্ধে মামলার রায় আজ

মানবতাবিরোধী অপরাধ: ত্রিশালের পাঁচজনের বিরুদ্ধে মামলার রায় আজ

মানবতাবিরোধী- ট্রাইব্যুনাল

আদালত প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ত্রিশালের মো. হরমুজ আলীসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে আজ সোমবার। বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল এ তথ্য জানিয়েছেন। গত ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

এ মামলার আট আসামির ছয়জন গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে কারাগারে মারা যান তিনজন- জাতীয় পার্টির সাবেক এমপি এমএ হান্নান, তাঁর ছেলে রফিক সাজ্জাদ ও মিজানুর রহমান মিন্টু। বর্তমানে কারাগারে আছেন হরমুজ আলী, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও ফখরুজ্জামান পলাতক।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত ধরনের ছয়টি অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।

২০১৫ সালের ১৯ মে ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। ময়মনসিংহ-১ আমলি আদালতের বিচারক পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান ২০১৫ সালের ২৮ জুলাই থেকে ২০১৭ সালের ১১ জুলাই পর্যন্ত তদন্ত করেন। ২০১৬ সালের ১১ জুলাই তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ