34 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ‘বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান’

‘বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান’

ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনএ ডেস্ক, ঢাকা: বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। বলেন, শান্তির ভাষায় কথা না বললে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির সাথে আঁতাত করে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় বিএনপি। তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে। বাস পুড়িয়েছে, ভূমি অফিস পুড়িয়েছে। এসবই এখন দলটির কর্মকাণ্ড।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র দৃশ্যমান কোনো উন্নতি নেই। কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না দলটি।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সাত বছর পর সম্মেলন ঘিরে স্বপ্ন দেখছেন ত্যাগী কর্মীরা। নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে দুর্দিনের কর্মীদের।

বিএনএ/ এ আর

 

Loading


শিরোনাম বিএনএ