15 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » বোমার ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা : ছিনতাইকারী আটক

বোমার ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা : ছিনতাইকারী আটক

পোর্টল্যান্ড গ্রুপের স্টোররুমে চুরি, আটক ২

বিএনএ, ঢাকা : রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে বোমা সদৃশ বস্তু দেখিয়ে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে সাইফুল নামের একজনকে আটক করেছে পুলিশ।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, শনিবার রাতে বোমার মতো দেখতে একটি বস্তু নিয়ে বায়তুল মোকাররম মার্কেটের একটি স্বর্ণের দোকানে যায় সাইফুল। বোমার ভয় দেখিয়ে দোকান থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এরপর দোকানদার ও আশপাশের হকাররা মিলে সাইফুলকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। সাইফুলের কাছ থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটি পরীক্ষা-নীরিক্ষা করে জানা গেছে যে, এটি নকল।  একটি বোতলে লাল স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ও ব্যাটারি দিয়ে এটি তৈরি করেছিল সাইফুল।

বিএনএনিউজ/ এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ