20 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ইলন মাস্কের সঙ্গে চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক

ইলন মাস্কের সঙ্গে চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে বেইজিংয়ের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিত্বের অংশ হিসেবে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

ওয়াশিংটনে চীনা রাষ্ট্রদূত শি ফেং জানান, বৈঠকে আমেরিকান সংস্থাগুলোকে চীনে স্বাগত জানানো হয়। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়গুলো উঠে এসেছে।

ট্রাম্প প্রশাসনে উদ্যোক্তা বিবেক রামস্বামীর পাশাপাশি ইলন মাস্ক ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির সহ-প্রধান হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র সফর শুরু করে হান ঝেং রোববার নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের সঙ্গেও সাক্ষাৎ করেন। দুই পক্ষ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

হান বলেন, শি জিনপিং ও ট্রাম্প সম্প্রতি ফোনালাপে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতায় পৌঁছেছেন। রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নির্দেশনা অনুসরণ করতে, দুই নেতার মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সাধারণ বোঝাপড়া বাস্তবায়ন এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।

ট্রাম্প ও শি গত সপ্তাহে টেলিফোনে কথা বলেন। ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর এটি ছিল দু’জনের মধ্যে দ্বিতীয় ফোনালাপ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ