20 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম-কক্সবাজার রুটে ২ জোড়া নতুন ট্রেন

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ২ জোড়া নতুন ট্রেন

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ২ জোড়া নতুন ট্রেন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১ ফেব্রুয়ারি থেকে দুই জোড়া নতুন ট্রেন চলাচল করবে। ট্রেন দুটি হলো- সৈকত এক্সপ্রেস (৮২১/৮২৪) ও প্রবাল এক্সপ্রেস (৮২২/৮২৩)। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার। সোমবার (২০ জানুয়ারি) রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা কামাল আখতার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার লাইনে দুই জোড়া নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়বে। এটি কক্সবাজারে পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। আর ‌‌‘প্রবাল এক্সপ্রেস’ বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরীতে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

কক্সবাজার রুটে বর্তমানে দুটি আন্তনগর পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এবং একটি লোকাল ‘ঈদ স্পেশাল নাইন’ নামে চলাচল করছে। নতুন দুটি চালু হলে লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাবে। ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। ২০২৪ সালের ১০ জানুয়ারি চালু হয় আরেকটি ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।

ট্রেনের সময়সূচি:
সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে। বিরতি দেবে ৮টি স্টেশনে। এর মধ্যে রয়েছে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা, রামু হয়ে কক্সবাজার পৌঁছাবে ৯টা ৫৫ মিনিটে। সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টা ১৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে সকাল ১০টা ৩৫ মিনিটে। বিরতি দেবে ১০টি স্টেশনে। এর মধ্যে রয়েছে ষোলশহর, গোমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু। চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২টা ২৫ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়বে বেলা ৩টা ১০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলের মানুষ এবং পর্যটকদের সুবিধার্থে ২ জোড়া ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু হওয়ার পর থেকে দুই জোড়া ট্রেন চলাচল করে আসছিল।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ