24 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন

অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন


বিএনএ , ঢাকা: অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ থেকে ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।

২০০৭ সালের ৩০ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ