36 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারের ছয়শ সেনা পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ

মিয়ানমারের ছয়শ সেনা পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ

মিয়ানমারের ছয়শ সেনা পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ

বিশ্ব ডেস্ক :  গত অক্টোবর থেকে মিয়ানমারের তিনটি সংখ্যালঘু জনগোষ্ঠীর সশস্ত্র বাহিনীর জোট এবং সরকার বিরোধী বৃহত্তম ছায়া সরকার সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে। আরাকান, চিন প্রদেশ, কাচিন প্রদেশসহ মিয়ানমারের বেশ কয়েকটি শহর, সামরিক পোস্ট দখল করে নিয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।  তাতে ভীত সরকারি সেনারা পালাতে শুরু করে।

শনিবার(২০ জানুয়ারি) মিজোরাম পোস্ট, এনডিটিভি জানায়, গত কয়েকমাসে সশস্ত্র বিদ্রোহী জোটের আক্রমনে দিশেহারা মিয়ানমারের ছয়শতের বেশি সরকারি সৈন্য পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছে।

এরআগে সাড়ে চারশো মিয়ানমার সেনা সদস্যকে বিমানযোগে মিজোরাম হতে ইয়াঙ্গুনে ফেরত পাঠানো হয়।

জানুয়ারি মাসে প্রতিদিন ছোট ছোট গ্রুপে সেনারা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে।

মিয়ানমারের আরাকানের বেশির ভাগ এলাকা এখন নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী আরাকান আর্মি। তাদের অবিরাম আক্রমণ, দখল অব্যাহত থাকায় আরাকানের সরকারি সেনারা অনেকটা হতাশ।

রেডিও ফ্রি এশিয়া জানায়, বাংলাদেশ ভারত ও চীন  এবং থাইল্যান্ডের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্যসমূহে বিদ্রোহীদের আক্রমণে সরকারি বাহিনী প্রায় পরাজিত হচ্ছে। বহু স্থানে মিয়ানমারের সরকারি বাহিনী হেলিকপ্টারযোগে বিদ্রোহীদের ক্যাম্পে বোমা হামলা করছে। গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দিচ্ছে।

বিএনএ নিউজ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ