স্পোর্টস ডেস্ক: ৩১৩ দিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
ক্যারিবীয়দের ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদের সঙ্গে টস করতে নেমে জিতলেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টস জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তামিম। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার ম্যাচে রাতের শিশির ও কুয়াশার প্রভাব কমাতে আর ব্রডকাস্টারদের চাওয়া পূরণ করতে এই সময়ে খেলা রাখা হয়েছে।
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়া পুরোনো প্রায় সবাই থাকলেও ম্যাচটি বাংলাদেশের কাছে আসলেই নতুনের আবাহন।
দীর্ঘ ৯ মাসের অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বলেই নয়; বাংলাদেশ এদিন যাত্রা শুরু করছে নতুন অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে।
কোভিড-১৯ মহামারীর কারণে খেলাধুলা স্থগিত হওয়ার পর বাংলাদেশ বাদে প্রায় সব বড় দল মাঠে ফিরেছে। তাই মুশফিকদের তর আর সইছিল না।
কোভিডের শঙ্কা ও ব্যক্তিগত কারণ মিলিয়ে শীর্ষ ১২-১৩ জন ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে অন্তত ৬-৭ জন খেলবেন অভিষেক ম্যাচ। নেতৃত্ব দেবেন যিনি, সেই জেসন মোহাম্মেদ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আড়াই বছর পর। মূল দল থাকলে হয়তো সফরেই আসতে পারতেন না তিনি।
তবে কঠিন এই চ্যালেঞ্জের জন্য টাটকা প্রেরণার উৎস ক্যারিবিয়ানরা পেয়েই গেছে। একগাদা শীর্ষ ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়ায় গিয়ে যেভাবে সিরিজ জিতে ফিরল ভারত, সেটি দেখেই উজ্জীবিত জেসন।
বিএনএ/ এমএইচ