25 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাজ্যে একদিনে মৃত্যু ১ হাজার ৬শ’ ১০ জন

যুক্তরাজ্যে একদিনে মৃত্যু ১ হাজার ৬শ’ ১০ জন

যুক্তরাজ্যে একদিনে মৃত্যু ১ হাজার ৬শ’ ১০ জন

বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনায় সংক্রমিত হয়ে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) করোনায় যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬শ’ ১০ জনের। যা এখন পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

এর আগে গত ১৩ জানুয়ারি সর্বোচ্চ ১ হাজার ৫শ’ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। সোমবার মৃতের সংখ্যা ছিল ৫শ’ ৯৯ জন এবং রোববার ছিল ৬শ’ ৭১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯১ হাজার ৪শ’ ৭০ জন।

মঙ্গলবার করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৩৫৫ জন। যা সোমবার ছিল ৩৭ হাজার ৫৩৫ জন। তবে দেশটিতে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর মধ্যে দেশটিতে ধাপে ধাপে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৫৭৭ জন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ