16 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন ও আইনজীবী গ্রেপ্তার

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন ও আইনজীবী গ্রেপ্তার

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন ও আইনজীবী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন (৩৮) ও সহযোগী অ্যাডভোকেট জলিল হোসেনকে (৩৯) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভূযা ক্যাপ্টেন আকরাম হোসেন জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবিলী গ্রামের শামসুল হকের ছেলে। ভুয়া অ্যাডভোকেট জলিল হোসেন সদর উপজেলার চুল্লাডগি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

সেনাবাহিনী জানায়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে  নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী অ্যাডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম ও অ্যাডভোকেট জলিল নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার কথা বলে টাকা আদায় করে আসছিলেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হবে।

বিএনএননিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ