বিএনএ, ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনাক্ত হয়েছে ২১১ জন।
শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৮ জনে।শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ এবং ঢাকা বিভাগের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সেরে উঠেছেন ১৬৮ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিএনএ/ওজি