বিএনএ, ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি স্টিলমিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । পরে দগ্ধ অবস্থায় তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।দগ্ধরা হলেন, মাজহারুল ইসলাম (৩৭), মোহাম্মদ রবিউল (২৭) মোহাম্মদ আজাহার (৩৪) ও শাহ আলম (৩৫)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্যামপুরে’কদমতলী থেকে দগ্ধ অবস্থায় চার শ্রমিক আমাদের হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মাজহারুল ইসলাম ১ শতাংশ ফেইস বার্ন, আজাহারে ৮ শতাংশ ফেইস বার্ন, রবিউল ২৬ শতাংশ ফেইস বার্ন ও শাহ আলম সাসপেকটেড ইনহেলিশন ইনজুরি হয়েছেন।বর্তমানে জরুরি বিভাগে তাদের চারজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, দগ্ধরা ওই মিলে লোহা গলানো সময় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ।
বিএনএ/ আজিজুল, ওজি