25 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে কার্জন হল থেকে শোভাযাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনস্টিট্যুয়েন্ট কলেজের অধ্যক্ষ ও পরিচালকদের অংশগ্রহণে কার্জন হল থেকে সমাবর্তন শোভাযাত্রা শুরু হয়।

২০১৯ সালে সর্বশেষ ৫২তম সমাবর্তনের মধ্য দিয়ে সর্বশেষ সমাবর্তন হয়। করোনা মহামারির অভিঘাতের কারণে তারপর তিন বছর আর কোন সমাবর্তন অনুষ্ঠিত হয়নি।

এবারের সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ৩০ হাজার ৩৪৮ গ্র্যাজুয়েট। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার উপাদানকল্প কলেজ-ইনস্টিটিউটের গ্র্যাজুয়েট ২২ হাজার ২৮৭ জন, আর অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েট ৭ হাজার ৭৯৬ জন।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নোবেলজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিরোল সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ