26 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত ৮

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত ৮

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত ৮

বিএনএ, বিশ্বডেস্ক: মিয়ানমারের কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (১৯ অক্টোবর) সকালে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত আটজনের মধ্যে তিনজন কারাগারের কর্মী এবং পাঁচজন দর্শনার্থী। বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের জন্য কারাগারটি ‘কুখ্যাত’ বলে জানা গেছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো কারাগারে সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, শতাব্দীর প্রাচীন এই কারাগারটি কঠোর অবস্থা এবং বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের জন্য কুখ্যাত। বর্তমানে মিয়ানমার শাসন করছে সামরিক জান্তা সরকার।

ইনসেইন কারাগার দেশটির বৃহত্তম কারাগার যেখানে প্রায় ১০ হাজার বন্দী রয়েছে। এর মধ্যে অধিকাংশই রাজনৈতিক বন্দি।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য ক্ষমত দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে দেশটিতে জান্তা সরকারের শাসন চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ