18 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্কটল্যান্ড

পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্কটল্যান্ড

পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্কটল্যান্ড

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলার লক্ষ্যে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৬৫ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।মঙ্গলবার(১৯ অক্টোবর)আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নেন কাইল কোয়েটজার।ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। দলীয় রান ২৬ রান তুলতে দুই ওপেনার কোয়েটজার(৬) ও মুনসিকে (১৫) হারায় তারা। ‍উইকেট দুটি নেন মরেয়া ও চাদ সোপার। তৃতীয় উইকেটে ম্যাথু ক্রস ও রিচি বেরিংটনের অসাধারণ ইনিংসে ৯২ রানের জুটি করে । ১৪ ওভার ৩ বলের মাথায় ম্যাথু ক্রসকে সিমন আতাই ফেরালে এই জুটি ভাঙ্গে।৩৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার।

চুর্তথ উইকেটে ব্যাট করতে নামে কলাম ম্যাকলিওড।

দলীয় ১৬ ওভার করতে আসা মরেয়ার প্রথম বলে চার মেরে ৩৭ বলে ফিফটি পূরণ করে রিচি বেরিংটন।এরপর ব্যাটিং তান্ডব চালাতে থাকে তিনি।ঊনিশতম বল করতে আসা চাদ সোপার প্রথমে ১০ রান করা ম্যাকলিওডকে তারপরে বিপজ্জনক হয়ে ওঠা রিচি বেরিংটনকে ফেরান।৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭০ রানের দানবীয় ইনিংস খেলেন এই ব্যাটার।

শেষ ওভারে ৪ উইকেট হারায় ১০ রান নিতে স্কটিশরা।ওই ওভারে ৩ উইকেট নেন কাবুয়া মরেয়া। রান আউট হয় একটি।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় ট্রাকচাপায় নিহত ৩ কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন