বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলার লক্ষ্যে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৬৫ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।মঙ্গলবার(১৯ অক্টোবর)আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নেন কাইল কোয়েটজার।ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। দলীয় রান ২৬ রান তুলতে দুই ওপেনার কোয়েটজার(৬) ও মুনসিকে (১৫) হারায় তারা। উইকেট দুটি নেন মরেয়া ও চাদ সোপার। তৃতীয় উইকেটে ম্যাথু ক্রস ও রিচি বেরিংটনের অসাধারণ ইনিংসে ৯২ রানের জুটি করে । ১৪ ওভার ৩ বলের মাথায় ম্যাথু ক্রসকে সিমন আতাই ফেরালে এই জুটি ভাঙ্গে।৩৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার।
চুর্তথ উইকেটে ব্যাট করতে নামে কলাম ম্যাকলিওড।
দলীয় ১৬ ওভার করতে আসা মরেয়ার প্রথম বলে চার মেরে ৩৭ বলে ফিফটি পূরণ করে রিচি বেরিংটন।এরপর ব্যাটিং তান্ডব চালাতে থাকে তিনি।ঊনিশতম বল করতে আসা চাদ সোপার প্রথমে ১০ রান করা ম্যাকলিওডকে তারপরে বিপজ্জনক হয়ে ওঠা রিচি বেরিংটনকে ফেরান।৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭০ রানের দানবীয় ইনিংস খেলেন এই ব্যাটার।
শেষ ওভারে ৪ উইকেট হারায় ১০ রান নিতে স্কটিশরা।ওই ওভারে ৩ উইকেট নেন কাবুয়া মরেয়া। রান আউট হয় একটি।
বিএনএ/এমএম