বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে ৪৬৯ জনের। মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৩০৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ৭ হাজার ৭৮৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন।
বিএনএনিউজ/এইচ.এম।