বিএনএ ঢাকা: সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার তাগিদ দেন তিনি। পাশাপাশি এ বিষয়ে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান। মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পরে এক বিফ্রিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের সাম্প্রতিক সবগুলো সহিংসতার ঘটনায় দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কুমিল্লার ঘটনায় সম্পৃক্তদের ব্যাপারে সরকারের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি কুমিল্লার ঘটনায় জড়িতদের বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় দেশের বিভিন্নস্থানে সহিংসতার বিষয়টি ওঠে আসে। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় পুরো পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনএনিউজ/আরকেসি