28 C
আবহাওয়া
৪:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ৫৫ কেজি সোনা চুরি: তিন আসামির ফের রিমান্ড

৫৫ কেজি সোনা চুরি: তিন আসামির ফের রিমান্ড


বিএনএ, ঢাকা( আদালত প্রতিবেদক): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিন আসামির আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহি মো. আফজাল হোসেন।

এ ব্যাপারে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর আলী বলেন, গতকাল (সোমবার) পাঁচ দিনের রিমান্ড শেষে আট আসামিকে আদালতে হাজির করা হয়।
এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহি মো. আফজাল হোসেনকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম।

এছাড়া বাকি পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা- আকরাম শেখ, মো. মাসুম রানা সিপাহি মো. মোজাম্মেল হক, মো. নিয়ামত হাওলাদার ও মো. রেজাউল করিম।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর এ মামলায় গ্রেপ্তার আট আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম আসামিদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুই আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। অন্য ৬ আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনএ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ