25 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কলেজ ছাত্রীসহ আদালতে হাজির মুশতাক, স্থায়ী জামিন মঞ্জুর

কলেজ ছাত্রীসহ আদালতে হাজির মুশতাক, স্থায়ী জামিন মঞ্জুর

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

ঢাকা: রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীসহ আদালতে হাজির হয়ে কলেজটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পেয়েছেন।

মঙ্গলবার(১৯সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এদিন মুশতাক ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন। এর পর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার এ মামলায় স্থায়ী জামিন মঞ্জুর করেন। এর পর মুশতাক ও সেই ছাত্রী চলে যান।

এর আগে ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এ মামলা করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

আগের খবর : ধর্ষণ মামলায় আইডিয়ালের মুশতাকের বিরুদ্ধে প্রতিবেদন ৮ অক্টোবর

বিএনএ,জিএন/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ