18 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোনা জেলা ছাত্রদলের সম্পাদক যুগ্ম-সম্পাদক গ্রেফতার

নেত্রকোনা জেলা ছাত্রদলের সম্পাদক যুগ্ম-সম্পাদক গ্রেফতার

নেত্রকোনা জেলা ছাত্রদলের সম্পাদক যুগ্ম-সম্পাদক গ্রেফতার

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী (৩২) ও যুগ্ম-সম্পাদক আলমগীর হোসাইন সুমন (৩৪)কে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শহরের কুরপাড় মাস্টার বাড়ী এলাকা থেকে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, নেত্রকোনা মডেল থানার গত ১৯ আগষ্ট বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরক উপাদানাবলী আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারবিরোধী চলমান আন্দোলনকে ব্যাহত ও বর্তমান সরকারের নীল নক্সা বাস্তবায়ন করতেই পুলিশ সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করেছে। আমরা অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও যুগ্ম-সম্পাদক আলমগীর হোসাইন সুমনকে নি:শর্ত মুক্তিদানের দাবী জানাচ্ছি।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ