19 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জর্ডানের কাছে বড় হার বাংলাদেশের

জর্ডানের কাছে বড় হার বাংলাদেশের

জর্ডানের কাছে বড় হার বাংলাদেশের

বিএনএ,স্পোর্টসডেস্ক : মেয়েদের এএফসি এশিয়ান বাচাই পর্বের  ‘জি’ গ্রুপে ম্যাচে জর্ডানের নারীদের কাছে ৫-০ গোলে হেরে গেছে বাংলাদেশের নারীরা। রোববার(১৯ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রথমার্ধের ৩৫ তম মিনিটে শাহনাজ জেবরিন গোল করলে এগিয়ে যায় জর্ডান।বিরতির যাবার কিছুক্ষণ আগে ব্যবধান দ্বিগুণ করে বানাজাইদ আল বিতার।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্ব ফুটবল খেলে জর্ডানের নারীরা। ৬২ তম মিনিটে মাইশা জিয়াদ জেবারাহ গোল করলে ৩-০ তে এগিয়ে যায়। আবারও ৬৭ ও ৭৭ তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ জর্ডান নারী দলের অধিনায়ক।

আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ